আলোচিত

একই পরিবারের আরো তিন জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশে নতুন করে একই পরিবারের আরো তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার মহাখালীতে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ‌্য জানান।

আবুল কালাম আজাদ বলেন, ‘নতুন আক্রান্তদের মধ‌্যে তিনজনই একই পরিবারের সদস‌্য। এর মধ‌্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। ইতালি থেকে ওই পরিবারের একজন দেশে আসেন। ’

এর আগে, বুধবার পর্যন্ত ১৪ জন করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করে আইইডিসিআর। এর মধ্য ৭০ বছর বয়সি একজনের মৃত্যুর খবর জানায় জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button