গাজীপুর
শুক্রবার থেকে বন্ধ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’
গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার দুপুরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তারা পার্ক পরিদর্শন শেষে এ ঘোষণা দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্কটি পরিদর্শন করেন। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পার্কটি বন্ধ রাখার সিদ্ধান্ত দেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পার্কটি খুলে দেওয়া হবে।