মেঘডুবি থেকে উত্তরা পাঠানো এক ব্যক্তির দেহে ‘করোনা শনাক্ত’
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলের ‘মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ স্থাপিত অস্থায়ী কোয়ারেন্টিন ক্যাম্প থেকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান।
সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, “করোনাভাইরাস শনাক্ত হওয়া ঐ ব্যক্তি সহ মোট ৪৮ জন গাজীপুরের মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টিনে ছিলেন। তাদের বেশিরভাগই ইতালি থেকে এসেছেন”। এদের মধ্যে দুই ধাপে আটজনকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছিল।
আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে কোয়ারেন্টিনে রয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন।
তবে কোথায় রাখা হয়েছ তা প্রকাশ করেননি সিভিল সার্জন।
এনিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।
এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিন জন সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন বলে জানানো হয় আইইডিসিআরের পক্ষ থেকে।
৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।