গাজীপুর

বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে ‘গাজীপুর মেট্রো প্রেসক্লাব’

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে গাজীপুর মেট্রোপলিটন প্রেসক্লাব।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন মেট্রো প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। পরে বর্ণাঢ্য ট্রাক শোভা যাত্রা বের হয়।

মহানগরের গুরুত্বপূর্ণ এলাকায় মেট্রো প্রেসক্লাবের বর্ণাঢ্য ট্রাক শোভাযাত্রাটি নগরবাসীর নজর কাড়ে। শোভাযাত্রায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ২৬ মার্চের ভাষণ প্রচার করা হয়। এছাড়া এ শোভা যাত্রায় দেশাত্ববোধক গান পরিবেশন করা হয়।

বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শালিক চূড়ায় গাজীপুর মেট্রো প্রেসক্লাব কার্যালয়ে ক্লাব সভাপতি শেখ মো. শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মো. আজিজুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারনম্যান ড. ফরিদ উদ্দিন ফরিদ।

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, ক্লাবের সহসভাপতি মাহবুব তরফদার (দৈনিক মানবকণ্ঠ), সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান (মাইটিভি), সাংগঠনিক সম্পাদক শাহজাহান শোভন, কোষাধ্যক্ষ এম.আর নাসির (দৈনিক ভোরের কাগজ), প্রচার ও দপ্তর সম্পাদক মো. আবু সালেহ মূসা (দৈনিক সমকাল), সাংবাদিক অলিদুর রহমান অলি, আশিকুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button