অন্যান্যকবিতাশিল্প-সাহিত্য
বিশ্ব মহামারি, তুলোশী চক্রবর্তী
বিশ্ব মহামারি
_______________
করোনা ভাইরাসের সংক্রমনে
চলছে বিশ্বে মহামারি
মৃত্যুর মিছিলের সংখ্যা
ছয়হাজার কবেই গিয়েছে ছাড়িয়া,
প্রথম উৎস ছিলো যার
এশিয়া মহাদেশের চিনে,
শতাধিক দেশে
ছড়িয়ে গেলো কয়দিনে,
ভারত-বাংলাদেশ কিংবা
ইতালি-ইরান
প্রাণসংশয়ের ভয়ে
সকলেই সাবধান,
বিদ্যালয় থেকে
সিনেমার অভিনয়
দেশে দেশে নিষেধাজ্ঞা।
করনো আতঙ্কময়।
সবাই চাইছে প্রতিশেধক
ও শীঘ্রই প্রতিকার,
করোনার আর না থাকে যেনো
জীবন নাশের অধিকার,
সকলের ডাকে বিধাতা তুমি
দেও সাড়া দ্রুত
করোনা বিদায় নেক
সত্বর পৃথিবী ছাড়ি।
লেখকঃ–তুলোশী চক্রবর্তী, কোচবিহার।