রাশিফল

মীন কর্মে উন্নতি, তুলা দাম্পত্যে সমস্যা

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)
কর্মভাবে মনের ভিতর কিছু প্রশ্ন দানা বাধাতে পারে। বন্ধুদের সঙ্গে সামান্য বিষয় নিয়ে মনমালিন্য হতে পারে। শিক্ষা যোগ শুভ। কর্মে উন্নতি।

বৃষ: (২১ এপ্রিল–২১ মে)
কর্মস্থানে এমন কোন ঘটনা ঘটতে পারে যা আপনার মনোযোগের ব্যাঘাত ঘটাবে। কর্মেক্ষেত্রে কোনও সহকর্মীর সাথে বেশি বন্ধুত্ব সমস্যার কারণ হতে পারে। দাম্পত্য যোগ বাধা।

মিথুন: (২২মে–২১ জুন)
শারীরিক সমস্যা। অর্থযোগে নানা জনের নানা মতে আপনি বিভ্রান্ত হতে পারেন। বিদেশ ভ্রমণে বাধা কর্মযোগ মিশ্র। ব্যবসায়ে উন্নতি।

কর্কট: (২২ জুন–২২ জুলাই)
কর্মক্ষেত্রে সমস্যা কর্তৃপক্ষের নজরে আসবেন। অর্থযোগ শুভ। যাত্রা যোগে বাধা। শিক্ষা নিয়ে সমস্যা। ব্যবসা যোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই–২৩ আগস্ট)
শারীরিক সমস্যা সমাধানের ইঙ্গিত। অর্থ নিয়ে সমস্যা। শিক্ষায় শুভ। অর্থ ফল শুভ। দাম্পত্য কলহ। ব্যবসায়ে শুভ।

কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
কর্মসূত্রে বা ব্যবসার কারণে বিদেশে যাওয়ায় বাধা আসতে পারে। কর্মভাবে মনের ভিতরের সংশয়। ব্যবসায়ে বন্ধুর সাহায্যে নতুন আয়ের পথ খুলবে। পারিবারিক সমস্যার সমাধান।

তুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
দাম্পত্য সমস্যা। শিক্ষাযোগ শুভ। পারিবারিক ক্ষেত্রে মতের অমিলের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বচসা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
দিনের মধ্যে ভাগে অশুভ খবর আসতে পারে। শিক্ষাযোগে শুভ। অর্থ নিয়ে সমস্যা বন্ধুর সাহায্যে সমাধান। ব্যবসায়ে উন্নতি।

ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে গোপন চক্রান্তের শিকার হতে পারেন। শিক্ষা নিয়ে সমস্যার সমাধানের যোগ আছে। ব্যবসায়ে বাধা আসতে পারে।

মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
আপনার বিরুদ্ধে মিথ্যে কুৎসা রটানোর চেষ্টা হতে পারে। শিক্ষা যোগে বাধা। অর্থযোগ সমস্যার।

কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
কর্মভাবে সমস্যার সমাধান হতে পারে। আর্থিক যোগে সফলতার ইঙ্গিত। শারীরিক সমস্যা। আর্থিক প্রতারণার সম্মুখীন।

মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
কর্মভাবে সফলতা। কর্মে উন্নতি। যাত্রা যোগ বাধা। ব্যবসায়ে লাভের পরিমাণ বাড়বে। শিক্ষা যোগ শুভ। আর্থিক সমস্যা থেকে মুক্তি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button