গাজীপুর

কনস্টেবল শরীফ হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল শরিফুল ইসলাম শরীফ (৩৩) হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এ ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু ও হুইল রেঞ্জ উদ্ধার এবং রক্তমাখা বাসটি জব্দ করা হয়েছে।

এএসপি সুজয় সরকার জানান, কনস্টেবল শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য : এর আগে ন্যাশনাল পার্ক এলাকা থেকে ৪ মার্চ গলাকাটা অজ্ঞাত একটি লাশ উদ্ধার করে পুলিশ। টানা চার দিন ডোমঘরে লাশটি পড়ে থাকার পর পরিচয় শনাক্ত করতে না পেরে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে। এর চার দিন পর মেলে সেই পরিচয়।

নিহত ওই পুলিশ সদস্য. শরিফুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। তিনি মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন টঙ্গী পূর্ব থানায়।

 

এ সংক্রান্ত আরো জানতে..

 টঙ্গী পূর্ব থানায় হয়েছিল সাধারণ ডায়েরি, তবু ‘কনস্টেবলের লাশ দাফন বেওয়ারিশ হিসেবে’?

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button