করোনাভাইরাস: ইটালি ফেরত ৪৪ জন প্রবাসী কোয়ারান্টিনের জন্য মেঘডুবিতে
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ইতালি থেকে দেশে ফেরা ৪৪ জন প্রবাসী বাংলাদেশিকে বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা শেষে পূবাইলের ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ স্থাপিত অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে আনা হয়েছে।
শনিবার রাতে তাঁদের কোয়ারান্টিনের জন্য আনা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
তবে গাজীপুর সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল জাকী বলেন, ‘মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ স্থাপিত অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে কোয়ারান্টিনের জন্য সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। কোয়ারান্টিনের জন্য ৪৪ জনকে অস্থায়ী এই স্বাস্থ্য ক্যাম্পে আনা হচ্ছে বলে জানান তিনি।
অপরদিকে গাজীপুর সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোমেন মিয়ার বলেন, কোয়ারান্টিনের জন্য পূবাইল ‘মেডিকেল অ্যাসিস্টেন্স ট্রেনিং স্কুল’ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য : গত জানুয়ারিতে চীনের হুবেই শহর থেকে তিন শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে এনে আশকোনা হজক্যাম্পে টানা ১৪ দিন কোয়ারান্টিন করা হয়েছিল।
স্বাস্থ্য পরীক্ষায় এবং কোয়ারান্টিনে পর্যবেক্ষণে তাদের কারও মধ্যেই করোনাভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।