সিংহের কর্মে উন্নতি, বৃষের শিক্ষাযোগ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
আজ বিশেষ কোনো কাজ কঠিন মনে হতে পারে। নতুন পদ্ধতিতে কর্মে অগ্রগতি। শিক্ষা নিয়ে সমস্যা সমাধানের পথ বেরোবে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
পারিবারিক সমস্যা। বন্ধুর সাহায্যে কর্মে উন্নতির যোগ। শিক্ষাযোগ শুভ। দৈহিক দুর্বলতা ও উদ্বেগ বৃদ্ধি।
মিথুন: (২২মে – ২১ জুন)
সম্পর্ক নিয়ে মনোমালিন্য হতে পারে। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান হতে পারে। কর্মে উন্নতির সম্ভাবনা। ব্যবসায় উন্নতির যোগ আছে। আর্থিক যোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
শারীরিক সমস্যা। প্রেম নিয়ে জটিলতার অবসান। কর্মে বাধা। ব্যবসায়ে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক সমস্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মে উন্নতির সূত্রে দূরভ্রমণের সুযোগ। পুরোনো কোনো রোগে শারীরিক সমস্যা। বাসস্থান কেনার পরিকল্পনা। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাববেন। আপনার হাতের বাইরে এমন কোনও কাজ করে দেবার কথা কাউকে আজ দেবেন না। পারিবারিক সমস্যার সমাধান।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নতুন মানুষের সঙ্গে পরিচয়ে ব্যবসায়িক লাভের সম্ভাবনা। আর্থিক ক্ষতি বা প্রতারিত হবার সম্ভাবনা। শারীরিক সমস্যা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শিক্ষাক্ষেত্রে সঙ্গে যুক্তদের উন্নতির যোগ। কর্মযোগ শুভ। কর্মযোগে সাফল্যের সম্ভাবনা। পারিবারিক সমস্যার সমাধান। শারীরিক সমস্যা।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মে উন্নতিতে বাধা। ব্যবসায়ে সমস্যা কিছু কমবে। পরিবারের সাথে আনন্দের সম্ভাবনা। দাম্পত্য সমস্যার সমাধান। আর্থিক যোগ শুভ।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
ব্যবসায় বা কর্মক্ষেত্রে হঠকারী সিদ্ধান্তের মাশুল দিতে হতে পারে। শেয়ার বা ফাটকায় প্রাপ্তিযোগ। হজমের সমস্যায় ভোগান্তি। অসময়ে বন্ধুর সহায়তা।