ইরাকে ফের রকেট হামলা, নিহত ৩
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে রকেট হামলায় তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) বাগদাদের তাজি মার্কিন সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
নিহতদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের এবং আরেকজন যুক্তরাজ্যের সেনা রয়েছে। এছাড়া একজন মার্কিন ঠিকাদারও এই হামলায় নিহত হয়েছেন। হামলার ক্ষয়-ক্ষতি আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা বলেন, তাজি সামরিক ঘাঁটির পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা তদন্তের বাইরে কিছু বলবো না।
গত অক্টোবর থেকে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে এই নিয়ে বাইশবার রকেট হামলা চালানো হয়েছে।
এদিকে এই হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। একটি টুইটে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল মাইলস ক্যাগগিনস বলেন, কমপক্ষে ১৫টি রকেট হামলা চালানো হয়েছে।
ইরাকের তাজি ঘাঁটিটি রাজধানী বাগদাদের উত্তর প্রান্তে অবস্থিত। এখানে ৬ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে যারা ইরাকি সেনাদের সামরিক প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে ইরাকে এ জাতীয় হামলার জন্য ট্রাম্প প্রশাসন বরাবরই ইরানপন্থী সামরিক গোষ্ঠী কাতাইব হেজবুল্লাকে দায়ী করে থাকে। ২০০৯ সালে এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন ঘাঁটিতে রকেট হামলাকে কেন্দ্র করেই চলতি বছরের গোড়ার দিকে ওয়শিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল।
সূত্র :ওয়াশিংটন পোস্ট