অন্যান্যকবিতাশিল্প-সাহিত্য
শিশুর দোল, তুলোশী চক্রবর্তী
শিশুর দোল …
_________________
আজ ঘুমের ঘোরে
গিয়েছিলাম স্বর্গ রাজ্যপুরে ,
একটি সাদা পক্ষিরাজ
ঘোরায় চড়ে,
সন্মুখে তাকিয়ে দেখি
রাশি রাশি বন,
গাছেরাও সবুজ ঘাসের রং মেখে
করছে দোল পালন,
চারিদিকে পরিপূর্ন
বৃক্ষ ,লতায় মনোহর,
আর প্রান্তরের এদিক সেদিক
সুন্দর সরোবর,
একটি শিশু রঙ মাখছে
নিজের হাতে পায়ে বুকে,
তাইনা দেখে প্রাণবন্ত হাসি এলো
শিশুর মায়ের মুখে।
লেখকঃ–তুলোশী চক্রবর্তী, কোচবিহার।