সারাদেশ
বিমানবন্দর থেকে ৩ জনকে পাঠানো হলো হাসপাতালে
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরের লক্ষণ নিয়ে আসা তিন বাংলাদেশিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনজনই সোমবার পৃথক ফ্লাইটে ঢাকায় আসেন।
বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ বলেন, সকালে ভিন্ন দুটি ফ্লাইটে স্পেন ও ইতালি থেকে দুজন শাহজালাল বিমানবন্দরে আসেন। তাঁদের নিউমোনিয়া ও শ্বাসকষ্টের লক্ষণ ছিল। বিমানবন্দর থেকে এ দুজনকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে আসা একজনের জ্বর থাকায় তাঁকেও হাসপাতালে পাঠানো হয়।
রোববার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাঁদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।