গাজীপুর

হাজতখানায় নেওয়ার সময় আদালত চত্ত্বর থেকে পালিয়েছে এক আসামি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যান করে আদালতের হাজতখানায় নেওয়ার সময় পালিয়েছে অস্ত্র মামলার এক আসামি।

সোমবার (৯ মার্চ) সকালে গাজীপুরে আদালত চত্ত্বর এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিএমপি’র সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তবে সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তার সন্ধান পায়নি পুলিশ। 

পলাতক আসামি শাহিন আলম সবুজ (৩৫) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার টেকিপাড়ার আব্দুস সালামের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন জিএমপি’র সদর থানার কর্তব্যরত ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জল।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক মো. আতিকুর রহমান জানিয়েছেন, সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ২৩ জন এবং গাজীপুর জেলা কারাগার থেকে ২৭ জনকে একটি প্রিজন ভ্যানে করে আদালতে নেয় পুলিশ। হাজত চত্ত্বর এলাকায় প্রিজন ভ্যান থেকে হাতকড়া পরা অবস্থায় সবাইকে নামিয়ে হাজতে নেওয়ার সময় ভিড়ের মধ্যে কৌশলে আসামি শাহিন আলম পালিয়ে যায়। হাজতে নেয়ার পর আসামি গণনাকালে একজন আসামি পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা যায়, আসামিদের মধ্যে শাহিন নেই। তাকে পুনরায় গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

আতিকুর রহমান আরো জানান, ২০০৯ সালে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে করা একটি মামলায় শাহিন আলমকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আদালতে হাজিরা দিতে নেয়া হয়েছিল। তার বিরুদ্ধে আরো দুটি মামলা বিচারাধীন আছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার বাহারুল আলম জানান, সবুজকে গত বছরের ২২ অক্টোবর গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে সবুজসহ তার আদালত থেকে বিভিন্ন মামলার ২৩ জন আসামি হাজিরা দিতে প্রিজনভ্যানে করে গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, ঘটনা তদন্তে সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন (এসি) আহসান হাবীবকে দায়িত্ব দিয়ে এক সদস্যের কমিটি করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সময় দেওয়া হয়েছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button