খেলাধুলা
ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়ক তামিম ইকবাল
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : মাশরাফি বিন মর্তুজার ছেড়ে দেয়া নেতৃত্বের মশাল উঠল তামিম ইকবালের হাতে।
রবিবার বোর্ড সভা শেষে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে বাঁহাতি ওপেনারের নাম ঘোষণা করেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের আগের দিন গেল বৃহস্পতিবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দেশের সফলতম অধিনায়ক মাশরাফি। পরদিন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানানো হয় তাকে।
এখন থেকে একদিনের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন এ ওপেনার।