টঙ্গীতে ছুরিকাঘাতে ট্রেনযাত্রী হত্যায় জড়িত সন্দেহে ‘কুখ্যাত ছিনতাইকারী’ সুজন গ্রেপ্তার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রেলওয়ে জংশনের প্লাটফর্মে ছুরিকাঘাতে এলিট পেইন্টসের সেলস অফিসার রাকিবুল ইসলাম (২৫) হত্যায় জড়িত সন্দেহে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় টঙ্গীর মরকুন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী সুজনকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুজন টঙ্গী রেলওয়ে এলাকার একজন কুখ্যাত ছিনতাইকারী। সুজনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
জিএমপি’র টঙ্গী পূর্ব থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক এসআই আল-আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সুজনকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
নিহত রাকিবুল ইসলাম এলিট পেইেন্টের চট্রগ্রামের কর্পোরেট অফিসের সেলস অফিসার। রাকিবুল চট্রগ্রাম থেকে আন্ত:নগর সোনার বাংলা ট্রেনযোগে ঢাকায় যাওয়ার পথে টঙ্গী রেলওয়ে জংশনের ছিনতাইকারীর কবলে পড়ে নিহত হয়। রাকিবুলের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে।
উল্লেখ্য : শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত এক ছিনতাইকারী ট্রেনের জানালা দিয়ে রাকিবুলের মোবাইল অথবা মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রাকিবুল তৎক্ষনাত ট্রেন থেকে নেমে দৌড়ে ছিনতাইকারীকে প্লাটফর্মের দক্ষিণ পাশে নতুন বাজার সিগনাল এলাকায় ধরে ফেলেন। এসময় ছিনতাইকারীর সাথে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী রাকিবুলকে পেটে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ততক্ষনে ট্রেনটি ছেড়ে দিলে রাকিবুলের সহকর্মীরা তার সহযোগিতায় এগিয়ে আসতে পারেননি। পরে স্টেশনের লোকজন রাকিবুলকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ সংক্রান্ত আরো জানতে…
টঙ্গী জংশনের প্লাটফর্মে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত