মিথুনের শিক্ষা যোগ শুভ, যাত্রায় বাধা কুম্ভের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
কর্মভাবে সাফল্য আসবে। কর্মে উন্নতির সুযোগ আছে। তবে সহকর্মীদের কাছ থেকে বাধা আসতে পারে। শিক্ষাযোগ শুভ। ব্যবসায়ে উন্নতির সুযোগ আসবে। আর্থিক যোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল- ২১ মে)
ব্যবসায়ে একাধিক ব্যক্তির মতামতের ফলে সমস্যার সৃষ্টি হতে পারে। শিক্ষা নিয়ে নতুন সুযোগ লাভের সম্ভাবনা আছে। পরিবারের কারর শারীরিক সমস্যা আপনাকে চিন্তিত রাখবে।
মিথুন: (২২মে-২১ জুন)
দিনটিতে কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে ব্যক্তিগত বিষয় আলোচনা এড়িয়ে যান। আর্থিক দিক শুভ। শিক্ষা যোগ শুভ।
কর্কট: (২২ জুন-২২ জুলাই)
কর্মক্ষেত্রে কোন রকম প্ররোচনায় পা দেবেন না। কেউ কোনো বিষয়ে জানালে তার যুক্তি গ্রাহ্যতা দেখে নিন। পরিবারের আনন্দের যোগ আছে।
সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
শারীরিক সমস্যা ভোগাতে পারে। পরিবারে আনন্দের খবর আসতে পারে। বিনোদনের সুযোগ। কর্মক্ষেত্রে শুভ যোগ। ব্যবসার সমস্যা দূর হবে। আর্থিক যোগ শুভ।
কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
মনের ভিতর জমে থাকা রাগ, অভিমান কর্মক্ষেত্রে সমস্যা হাজির করতে পারে। দাম্পত্য জীবনের সমস্যা মেটার ইঙ্গিত আছে। কর্মে উন্নতি। শিক্ষাযোগ শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায়ে উন্নতি। কর্মভাবে উন্নতি। পরীক্ষায় সফলতা। অর্থ নিয়ে সমস্যার সমাধান হবে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
পরিবার এবং কর্মক্ষেত্র দুইদিক সমান ভাবে বজায় রাখতে গিয়ে সমস্যা পড়বেন। আর্থিক উন্নতি। পাওনা অর্থ নিয়ে বিবাদের সম্ভাবনা।
ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে গোপন শত্রুতা। পরিবারে কোন আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। শিক্ষাযোগ শুভ। ব্যবসায়ে উন্নতির যোগ বর্তমান।
মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
প্রেমের ক্ষেত্রে নিজের মতকে প্রাধান্য দিতে গিয়ে সমস্যা বাড়তে পারে। কর্মে উন্নতির যোগ আছে। ব্যবসায়ে আর্থিক বিষয় নিয়ে সমস্যার যোগ আছে।
কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
নতুন বন্ধুত্ব সম্পর্কে পরিণত হতে পারে। দাম্পত্য সুখ। কর্মে উন্নতি। ব্যবসায়ে লাভ। শিক্ষা শুভ। পথে আঘাতের যোগ। যাত্রা যোগে বাধা।
মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
কর্মভাবে শুভ খবর আসতে পারে। ব্যবসায়ে উন্নতি। আর্থিক যোগ শুভ। নতুন বন্ধু লাভ। নতুন দিক উন্মোচন।