অন্যান্যকবিতাশিল্প-সাহিত্য

গতিপথ, তুলোশী চক্রবর্তী

গতিপথ
_________ ____
সবে হয়েছে প্রভাত
আঁকা বাঁকা গতিপথ ধরে
যাচ্ছে সবাই
জীবনে সংগ্রাম করে,

অসুন্দর অমলিন
হোকনা যতই পথটা
তবু যদি প্রতিষ্ঠিত হয়
পরিশ্রান্ত জীবনটা,

মনের জোরে পথ পেরিয়ে
স্বপ্ন কে সত্যি করে
তবু জীবনে বাঁচতে
হাঁটছে দূর্গম পথ ধরে,

মনতো চায় সবার
না আসুক কালো মেঘের হাতছানি
দুপুর না পেরোতেই
জীবনের পরপারে কেন যাব?দেবমনি

বিকেল হলেও না ডুবুক সূর্য্য
বেলা শেষেও রয়ে যায় অনেক কার্য,

অস্ত যেতে চায়না রবি
তবু নিয়ম যেতে হবেই
ভোরবেলাতে আবার তো
সে পুব গগনে উঠবেই ,

মানুষ ও চায় না মরতে
তবু সময় এলেই লয়
চিরস্থায়ী নয় কিছুই
তবে সব কিছুর পুনর্জন্ম হয়।

 

লেখকঃ–তুলোশী চক্রবর্তী, কোচবিহার।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button