গাজীপুর

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ছোবহান সভাপতি ও জাকির সা.সম্পাদক পদে বিজয়ী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২০-২১) বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত (সাদা প্যানেল) প্রার্থী সভাপতি পদে আ. ছোবহান ও সাধারণ সম্পাদক পদে জাকির উদ্দিন আহাম্মদ বিজয়ী হয়েছেন।

এছাড়াও আরো ১৪ পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

অপরদিকে সহ-সভাপতি-কোষাধ্যক্ষসহ ৬ পদে বিজয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত (নীল প্যানেল) প্রার্থীরা।

ভোটগণনা শেষ শুক্রবার (৬ মার্চ) সকাল সোয়া নয়টার দিকে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আছলাম হোসেন বেসরকারিভাবে ওই ফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি আ. সোবহান (প্রাপ্ত ভোট ৮৩৪), সহ-সভাপতি মোহাম্মদ হোসেন (প্রাপ্ত ভোট ৭৭৪), সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহাম্মদ (প্রাপ্ত ভোট ৮৭১), সহ-সাধারণ সম্পাদক আলী আহাম্মদ মিয়া (প্রাপ্ত ভোট ৮২৭), অডিটর এস এম মোজাম্মেল হক(প্রাপ্ত ভোট ৯৭৮), সাংস্কৃতিক সম্পাদক ওয়াসিম খলিল (প্রাপ্ত ভোট ৯৬৬), ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন-৫(প্রাপ্ত ভোট ৮৮৯),

সদস্য আনিসুর রহমান খান (শিমুল) (প্রাপ্ত ভোট ১১৯৫), কামাল দেওয়ান (প্রাপ্ত ভোট ১১১৩), হাবিবুর রহমান (নয়ন)(প্রাপ্ত ভোট ১০৪৮), শফিকুল ইসলাম শফিক(প্রাপ্ত ভোট ১০৪১), ফয়েজিয়া আক্তার (পপি)(প্রাপ্ত ভোট ১০৩৩), রাশেদুল ইসলাম (রাসেল)(প্রাপ্ত ভোট১০০৩), সোহেল রানা(প্রাপ্ত ভোট ৯৮০), হাবিবুর রহমান (হাবিব) (প্রাপ্ত ভোট ৯৬৯) ও সেলিনা বেগম (প্রাপ্ত ভোট৭৬৯)।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরদার(প্রাপ্ত ভোট ৮৮৬), কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসাইন(প্রাপ্ত ভোট ৭৯৬), লাইব্রেরি সম্পাদক নজরুল ইসলাম (রতন)(প্রাপ্ত ভোট ৭৯৪), মহিলা সম্পাদিকা হোসনা আক্তার (হাসি)(প্রাপ্ত ভোট ৮৮৬), সদস্য ওসমান গনি টিটু (প্রাপ্ত ভোট ৮৪২) ও রবিউল আলম (প্রাপ্ত ভোট ৮১৩)।

নির্বাচনে ১ হাজার ৭৭৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬২৮ জন ভোট দিয়েছেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button