গাজীপুর

বান্ধবী নিয়ে গল্প করাকে কেন্দ্র করে ‘মিস্ট’র ছাত্র নাঈমকে খুন!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : এক বান্ধবীকে নিয়ে গল্প করছিলেন মুন্না। ওই সময় তিন যুবক সেখানে গিয়ে বাধা দিলে তাদের মধ্যে কাথা কাটাকাটি হয় এবং মুন্না বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে যান। এরপর সাহায্যের জন্য বন্ধু নাঈমকে ডেকে নিয়ে কিছুক্ষণ পর ফের ওই স্থানে গিয়ে আবারও ওই যুবকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পরে মুন্না। একপর্যায়ে ওই যুবকরা ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালান। প্রথমে মুন্না মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে দৌড়ে পালিয়ে যান। কিন্ত নাঈম এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হয়। স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মহানগরের পশ্চিম ভূরুলিয়ায় এভাবেই খুন হয় মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (মিস্ট) ইলেক্ট্রিক্যাল বিভাগের ২য় বর্ষের ছাত্র নাঈম সরকার (১৮)। আহত মুন্নাও একই কলেজের ছাত্র।

এদিকে, খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধরা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ইমন (২০) নামের স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত নাঈম সরকার ভূরুলিয়ার মো. লোকমান সরকারের ছেলে। তবে মুন্নার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় কাউন্সিলর মো. মুজিবুর রহমান, পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভূরুলিয়ায় মুন্না তার বান্ধবীকে নিয়ে গল্প করছিলেন। এ সময় ইমন, রাজনসহ তিন যুবক সেখানে গিয়ে বাধা দিলে তাদের মধ্যে কাথা কাটাকাটি হয়। মুন্না বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে যান। মুন্না সাহায্যের জন্য নাঈমকে ডেকে নিয়ে কিছুক্ষণ পরে ফের ওই স্থানে যান। সেখানে গেলে ইমনদের সঙ্গে আবার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালান। মুন্না মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়ে দৌড়ে পালিয়ে যান। কিন্ত নাঈম এলোপাতাড়ি ছুরিকাঘাতের শিকার হন। স্থানীয়রা নাঈমকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ইমন নামের এক যুবককে আটক করা হয়েছে। অন‌্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধরা। বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের পশ্চিম ভুরুলিয়া এলাকার বাড়িতে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সহকারী উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবরে তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে আধাপাকা বাড়ির ১২টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার মো. সোহরাব হোসেন জানান, দুপুরে এই এলাকার লোকমান সরকারের ছেলে নাঈম সরকার খুন হয়। একজনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে খুনের ঘটনায় বিক্ষুব্ধরা অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button