গাজীপুর
টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীর চন্ডীতলায় প্রত্যাশা মাঠসংলগ্ন তুরাগ নদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) সকালে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত যুবকের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২০ বছর। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও লাল রঙের গেঞ্জি রয়েছে।
জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা ও স্থানীয়রা জানান, সকালে তুরাগ নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক সুরতহালে ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার শরীর ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, লাশটি ২/৩ দিনের আগের। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।