আইন-আদালতআলোচিত

নির্বাচনে অনিয়ম ও দুর্নীতি: সিইসিসহ ১৫ জনকে আদালতের সমন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে বিএনপির দুই মেয়র প্রার্থীর পৃথক দুই মামলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ ১৫ বিবাদীকে সমন (আদালতে হাজির হয়ে মামলার জবাব) দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্য দুটি মামলা আমলে নিয়ে এ আদেশ দেন।

আদালতের সেরেস্তাদার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২ এপ্রিল বিবাদীদের জবাব দেওয়ার আদেশ দেন বিচারক।

মঙ্গলবার (৩ মার্চ) অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদ্য অনুষ্ঠিত নির্বাচন বাতিল চেয়ে মামলা দায়ের করেন ইশরাক হোসেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্ম সচিব (জয়েন্ট সেক্রেটারি) মো. আবুল কাশেম ও নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ৮ জনকে বিবাদী করা হয়।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে সোমবার (২ মার্চ) মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ওই মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ ৮ জনকে।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন হয়। নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম জয়লাভ করেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button