ইট ভাটা উচ্ছেদে এলাকায় মিষ্টি বিতরণ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : খুলনার ডুমুরিয়ায় বহুল আলোচিত ভদ্রা নদীর গর্ভে বেআইনিভাবে গড়ে ওঠা এবি-১ ইট ভাটাটি অবশেষে উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় খুশিতে মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত অর্থ বছরে ডুমুরিয়ায় ভদ্রানদী খনন প্রকল্পের সময় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক নদীগর্ভে থাকা প্রায় ৬ শতাধিক ভূমিহীন পরিবারের ঘর-বাড়ি ও দুটি ইটভাটা স্ব-স্ব উদ্যোগে সরিয়ে নেয়। কিন্তু উপজেলার খর্ণিয়া-শোভনার তেলিগাতি নামক স্থানে নদীগর্ভে থাকা হাফিজুর রহমানের এবি-১ নামক ইট ভাটাটি অজ্ঞাত কারণে থেকে যায়। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে বুধবার খুলনা জেলা প্রশাসকের নির্দেশে ভাটাটি উচ্ছেদ করা হয়।
এলাকাবাসী জানান, অজ্ঞাত কোনো শক্তির ইশারায় ভাটাটি এতদিন টিকে ছিল। তাছাড়া নদীর প্রকৃত নকশা অনুযায়ী খননও হচ্ছিল না। বিতর্কিত ওই ভাটাটি বাঁচাতে নদীর একপাশে চেপে বেশি খনন করা হয়েছিল। বুধবার হঠাৎ সেই ইট ভাটা উচ্ছেদ করতে দেখে এলাকাবাসী খুশিতে মিষ্টি বিতরণ করেন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। ওই সময় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল মতিন, উপজেলা ফরেস্টার ফুরকানুল আলম, উপ-সহকারী প্রকৌশালী মো. হাসনাতুজ্জামান ও উপ-সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।