গাজীপুর

পোড়াবাড়িতে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পোড়াবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় পিকআপের হেলপার নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ হেলপারের নাম ইমন (১৮)। তার বাড়ি ময়মনসিংহের পূর্বধলায়। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জিএমপি’র সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সারোয়ার হোসেন ও স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে ঢাকাগামী সবজিবাহী এক পিকআপ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালকের পাশে থাকা ইমনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং তার দেহ পিকআপে আটকে থাকে। এ দুর্ঘটনায় আহত হয় অরো দুইজন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপের সামনের অংশ কেটে ইমনের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান এসআই মো. সারোয়ার হোসেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button