গাজীপুর
কালিয়াকৈরে সফিপুর বাজারে অগ্নিকাণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের সফিপুর বাজারে আগুনে পুড়েছে ১২ দোকান।
রোববার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সোয়া ৩টার দিকে সফিপুর বাজারে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাজারের স্টেশনারি, হার্ডওয়ার, চাউল, কোকারিজ ইত্যাদি পণ্যের ১২ দোকান ও মালামাল পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা কবিরুল ইসলাম সত্যতা নিশ্চিত জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে।