রাশিফল

মেষে শিক্ষাযোগ শুভ, বৃষে কর্মে উন্নতি

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মভাবে উৎসাহ। নতুন ভাবে কাজ শুরু করতে পারবেন। কর্মে সফলতার ইঙ্গিত আছে। শিক্ষাযোগ শুভ। দাম্পত্য যোগে শুভ ফল লাভ। যাত্রা যোগে বাধা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মে উন্নতি। আর্থিক লাভের সম্ভাবনা। ব্যবসায়ে শুভ যোগ। যাত্রাযোগ শুভ। শিক্ষাযোগ শুভ। প্রেম নিয়ে মনে সংশয়।

মিথুন: (২২মে – ২১ জুন)
শারীরিক সমস্যা আপনাকে কাবু করতে পারে। পরিবারের কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণ যোগ আছে। শিক্ষা যোগ শুভ। যাত্রা যোগে শুভ ফল।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মে উন্নতির পথে সমস্যা সৃষ্টি করতে পারে কোন সহকর্মী। ভাগ্যের শুভ প্রভাবে ধীরে ধীরে বাধা কাটিয়ে উঠতে পারবেন।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
পারিবারিক সমস্যা মেটার ইঙ্গিত আছে। শিক্ষাযোগে বাধা। প্রেম নিয়ে মন চঞ্চল হতে পারে। বাধা কাটিয়ে কর্মে সফলতার যোগ আছে। শিক্ষা যোগে শুভ ফল লাভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দাম্পত্যে ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকুন। পরিবারে মুরুব্বিদের সঙ্গে মতের অমিল হতে পারে। কর্মক্ষেত্রে শুভ যোগ বর্তমান। ব্যবসায়ে লাভ বৃদ্ধি হবে।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
হিসেবের গরমিলে আর্থিক ক্ষতির সম্ভাবনা। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান। বিদেশ ভ্রমণের যোগ আছে। দাম্পত্য যোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কনিষ্ঠদের সাহায্যে জটিল সমস্যার সমাধান বেড়িয়ে আসতে পারে। শিক্ষা নিয়ে পরিবারের মতের সঙ্গে আপনার মতের অমিলের সম্ভাবনা। কর্মক্ষেত্রে বাড়তি কাজের চাপ আসতে পারে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অর্থ নিয়ে বন্ধুদের মধ্যে মনের অমিল হতে পারে। যৌথ ব্যবসায়ে সমস্যার সম্ভাবনা। পারিবারিক সমস্যার ইঙ্গিত আছে। বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। শিক্ষা যোগ শুভ। হঠাৎ প্রাপ্তি।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথা বলা থেকে দূরে থাকুন। কর্মে শুভ যোগের সম্ভাবনা। ভুল মন্তব্য করে ফেলায় সমস্যা বাড়তে পারে। ব্যবসায়ে উন্নতি। আর্থিক যোগ শুভ। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
পরিকল্পনা করে কাজ করলে জটিল কাজ থেকে রেহাই পাবেন। কর্মে উন্নতি। ব্যবসায়ে উন্নতির যোগ বর্তমান। প্রেমের সমস্যা তৃতীয় কোন ব্যক্তির কারণে আরও বাড়তে পারে। যাত্রা যোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কৌশলে জটিল কাজ সমাপ্ত করতে পারবেন। অতিরিক্ত ঝুঁকি আপনার পক্ষে সমস্যার। শিক্ষা নিয়ে সমস্যার যোগ আছে। পারিবারিক বিবাদের সমাধান হবে। দাম্পত্য যোগ

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button