কালীগঞ্জে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামী গ্রেফতার
গাজীপুর কণ্ঠ : কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর এলাকা থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাকৃত আসামী কেডি ফারুক (৪০)। সে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের ওয়াহিদের ছেলে।
শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
সে প্রায় ২৩ বছর আগে (১৯৯৫ সালে) সংঘটিত বিল্লাল হোসেন ওরফে বিলু (৪৫) হত্যাকান্ডের মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) নাজমুল হক জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই জহুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে অভিযান পরিচালনা করে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী কেডি ফারুককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে উপজেলার ঈশ্বরপুর গ্রামে বিল্লাল হোসেন ওরফে বিলুকে খুন করা হয়। ঘটনার পর বিল্লালের স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা (নং ০৩/১২/৯৫) দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা মামলায় অভিযুক্ত ১৩ জনের নামে গাজীপুর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর চলতি বছরের ২৩ এপ্রিল ওই মামলায় ১৩ জন আসামীর মৃত্যুদণ্ডের আদেশ ছাড়াও প্রত্যেককেই ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক ফজলে এলাহী ভূঁইয়া।
রায় ঘোষণার সময় ৭ আসামি আদালতে উপস্থিত থাকলেও বাকি ছয়জন পলাতক ছিল। এদের মধ্যে কেডি ফারুক একজন।