রাশিফল

আজকের রাশি, তারিখ- ৩১/০১/২০১৯

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

বিলাসিতা বৃদ্ধির জন্য ব্যয়। ব্যবসায় নতুন পরিকল্পনা। অর্থের ব্যাপারে সমস্যা আনতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভফল।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করার সুযোগ। প্রতিবেশীর সঙ্গে সমস্যা। প্রেম শুভ। পরিবারে সমস্যা।

মিথুন: (২২মে – ২১ জুন)
সহকর্মীর সঙ্গে স্বদ ব্যবহার। সুনাম অর্জন। চাকরিস্থানে পরিবর্তন। প্রেমের খাতে খরচ বৃদ্ধি। দাম্পত্য নিয়ে মানসিক চাপ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসায় লাভ কিন্তু সঞ্চয় কম। প্রেমে শুভ সময়। বাড়িতে নতুন কিছুর আলাপ। বন্ধুর জন্য মানসিক কষ্ট।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মস্থানে বিচক্ষণতা। প্রেমে মনমালিন্য। কারোর প্রতি অপ্রীতিকর ব্যবহার। কোনো সুসংবাদ আসতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
দামি উপহার প্রাপ্তি। প্রেম নিয়ে সমস্যা। শরীরিক অলসতা। আলোচনায় পরিবারের আনন্দ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পুরনো অশান্তির উদয়। ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন। অনিচ্ছা সত্ত্বেও বন্ধুত্ব করতে হতে পারে। প্রেমযোগ মিশ্র।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বাড়তি ব্যয়। ক্ষতির সম্মুখীন। রক্তপাতের সম্ভাবনা। দায়িত্ব পালন নিয়ে সংসারে অশান্তি। বন্ধুর দ্বারা উপকৃত।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
পছন্দ মতো কাজ। ব্যবসায় নতুন যোগাযোগ। বন্ধুস্থানীয় থেকে উপকার। অতিরিক্ত লোভে সমস্যা। প্রেমযোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। কর্মে শুভ খবর। পছন্দ মতো স্থানে ভ্রমন। প্রেম নিয়ে সমস্যা।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নিজের লক্ষ্যে লাভবান হতে পারেন। প্রেম চিন্তা সারাদিন তাড়িয়ে বেড়াবে। পড়াশোনায় অমনোযোগী। দাম্পত্যে শান্তি।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
নির্মল মনোভাব। পথে দুর্ঘটনা। কর্মে বিরোধিতা। প্রেমে শুভ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button