অন্যান্যকবিতাশিল্প-সাহিত্য

ঋতুরাজ বসন্ত, তুলোশী চক্রবর্তী

ঋতুরাজ বসন্ত

হে ঋতুরাজ বসন্ত তোমায় নমস্কার,
তব আগমন বার্তায় খুশিতে মন হল যে উজার ,

শীতের খড়খড়ে পবনে বৃক্ষ শাখা ছিল শুন্য
তোমার আগমনে হবে ফুলে ফলে পূর্ন্য,

শিশুর মতো মনোবোধে এই দোলের প্রাতে
আমি রং খেলব সবার সাথে ,

মৃদু হেসে লাজুক মনে দুহাত তুলে
উড়াবো রং গগন পানে ,

ভাসবে আকাশ বাতাস আজি
লালনীল হলুদ সবুজ কতোইনা রঙে

আনন্দেতে গালে রং মাখাবো
হবে রং এর ছোরাছুড়ি

রং এ রং এ মিলেমিশে
হবো একাকার
হে বসন্তরাজ তোমায় নমস্কার,

পিতা মাতার পায়ে আবির দিয়ে প্রনাম জানাবো
এটা কি শুধুই আবির ?না ভালোবাসা স্নেহ?

স্বহাস্য বদনে ,পুস্প কাননে বসে শুনবো কোকিলের কুহু কুহু স্বর
হবো আনন্দে ভিভোর,

হেসে খেলে আজ তেইশটি বসন্ত পেরিয়ে ,
কোনো এক ফাগুনেই লভেছি জনম আমি এই ধরা মাঝে,

যতকাল জীবন্ত প্রানে আমি বাচিবো
মাঝে মাঝে এভাবেই ছন্দ মিলাবো,

আমি এবার দোলে রং খেলিবো….,
হে ঋতুরাজ আমার স্বপনের আলয় রচিবো..।

 

লেখকঃতুলোশী চক্রবর্তীকোচবিহার।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button