ফুলপুর থেকে নিখোঁজ চার বোনকে শ্রীপুর থেকে উদ্ধার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পাঁচ দিন নিখোঁজ থাকার পর ময়মনসিংহের ফুলপুর উপজেলার একই পরিবারের চার বোনকে শ্রীপুর থেকে উদ্ধার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ।
বুধবার রাত দশটার দিকে শ্রীপুরের কেওয়া পূর্ব খন্ড এলাকার হাজী ইয়াসিন আলীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারজনই ফুলপুর সদর ইউনিয়নের পূর্ব বাছাই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে দুইজন স্নাতক, একজন উচ্চ মাধ্যমিক এবং একজন মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তারা দু’জন আপন বোন ও একজন তাদের চাচাত বোন এবং অপরজন প্রতিবেশী বান্ধবী। নিখোঁজের পর গত সোমবার ফুলপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি হয়েছিল।
গত শনিবার সকাল সাড়ে নয়টায় দিকে এই চার বোন কলেজে ও কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। তাদের সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি।