মিথুনের পরিবারে অশান্তি, চিকিৎসায় ব্যয় বৃদ্ধি কুম্ভর
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মভাবে বিবাদ হতে পারে। শত্রুর কারণে ব্যবসার ক্ষতি। কিছু পাওনা আদায় হতে পারে। আর্থিক ব্যাপারে মনে আনন্দ বাড়তে পারে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
নিজের দোষে বাস্তবায়িত কাজের পরিকল্পনা নষ্ট হতে পারে। কোমরের নিচে কোনও প্রকার যন্ত্রণা বাড়তে পারে। পরিবারে বিবাদ। ব্যবসায় চাপ বাড়বে।
মিথুন: (২২মে – ২১ জুন)
শরীরে আঘাত। পরিবারে অশান্তি বাড়তে পারে। কর্মভাবে কোনো কারণে বদনাম হতে পারে। ব্যবসায় মন্দা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মভাবে কোনো কাজের জন্য অপরাধবোধ আসতে পারে। চোখের রোগ বৃদ্ধি। রাজনীতিকদের জন্য দিনটি সমস্যা সঙ্কুল। বাইরের লোকের জন্য বাড়িতে অশান্তি।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
পাওনা অর্থ আদায় হতে পারে। কাজের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। কোনো কারণে বিপদের সম্মুখীন হতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কোনো কাজের জন্য চেষ্টা সফল হতে পারে। বিদেশে ভ্রমণের যোগ আছে। বাড়িতে আত্মীয় আসতে পারে। পেটের সংক্রান্ত সমস্যা হওয়ার জন্য কাজের ক্ষতি হতে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে পাওনা আদায় হতে পারে। ভাল যোগাযোগ আসতে পারে। সামাজিক কোনও কাজে ব্যস্ত থাকতে হতে পারে। ভ্রমণের যোগ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বুঝে চলার জন্য কর্মভাবে বিবাদ হতে পারে। সন্তানের জন্য মনে আনন্দ বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে আশাভঙ্গ হতে পারে। গুরুজনের সঙ্গে কোনও তর্ক-বিতর্ক হতে পারে। ঠাণ্ডা লাগার জন্য কষ্ট পাবেন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অতিরিক্ত সরলতার কারণে লোক সুযোগ নিতে পারে। পরিবারে বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
নতুন কাজের চেষ্টা বাড়তে পরে। চাকুরীর কাজের চাপের জন্য ক্লান্তি বৃদ্ধি। আজ অযথা অপমানিত হতে পারেন। ব্যবসার দিকে একটু চুপ থাকা ভাল হবে।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায় ভাগ্য সঙ্গ দেবে না। পড়াশুনার দিকে চঞ্চলতা বাড়তে পারে। চিকিৎসায় ব্যয় বৃদ্ধি পেতে পারে। যাত্রা যোগ শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
এমন কিছু ঘটতে পারে যাতে হতবাক হবেন, মানসিক দিক দিয়ে কষ্ট বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে কিছু বাজে চিন্তা আসবে। রক্তপাত থেকে সাবধান থাকুন।