পূবাইলে রেলওয়ের জমি দখল করে পোশাক কারখানার ময়লা পানি ও বর্জ্য নিষ্কাশনের চেষ্টা!
বিশেষ প্রতিনিধি : পূবাইল রেলস্টেশন সংলগ্ন গড়ে ওঠা ‘এএন্ডএ ট্রাউজার লিমিটেড’ নামক একটি পোশাক কারখানার ময়লা দুর্গন্ধযুক্ত কালো পানি ও বর্জ্য নিষ্কাশন করার উদ্দেশ্যে রেলওয়ের জমি দখল করে পাইপ লাইন বসানোর কাজ চলছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন পরিদর্শন করে মিলেছে অভিযোগের সত্যতা।
স্থানীয়দের অভিযোগ ও সরেজমিন ঘুরে দেখা যায়, পূবাইল রেলস্টেশন সংলগ্ন এলাকায় গড়ে ওঠা ‘এএন্ডএ ট্রাউজার লিমিটেড’ এর কারখানাটি রেলওয়ের জমি দখল করে নির্মিত একটি টিনসেড ভবনসহ নিজস্ব জমিতে পাকা ভবনে পরিচালিত হচ্ছে। কারখানার ময়লা দুর্গন্ধযুক্ত কালো পানি ও বর্জ্য নিষ্কাশনের জন্য পূবাইল রেলস্টেশন সংলগ্ন টঙ্গী-ভৈরব রেল সড়ক ঘেঁষে পাইপ লাইন বসানোর কাজ করছে।
ইতিমধ্যে প্রায় এক’শ ফিট পর্যন্ত সিমেন্টের তৈরি মোটা পাইপ (চুঙ্গি) বসানো শেষ হয়েছে। বর্তমানে কারখানার ময়লা দুর্গন্ধযুক্ত কালো পানি ও বর্জ্য রেলওয়ের জমিসহ আশপাশের কষি জমিতে ফেলা হচ্ছে। দুর্গন্ধযুক্ত পানি ও বর্জ্যে পূবাইল রেলস্টেশনের যাত্রীসহ আশপাশের ৩-৪শ’ পরিবারের লোকজনকে বসবাস করতে হচ্ছে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশে, রয়েছে স্বাস্থ্যঝুঁকিও। কৃষকরা ফসল ফলাতে পারছে না কষি জমিতে। উপদ্রব বেড়েছে মশার। দুর্গন্ধময় বাতাসে বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ।
এছাড়াও বিভিন্ন সময় ‘এএন্ডএ ট্রাউজার লিমিটেড’ এর বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ তুলেছিল এলাকাবাসী।
ভুক্তভোগীরা কয়েকজন কৃষক জানান, ময়লা বিষাক্ত বর্জ্য পানি গিয়ে মিলেছে ৩-৪ কিলোমিটার দূরের বালু নদে। ফলে বালু নদের মাছ মরে প্রায়শই ভেসে উঠে। উদুর, ছিকলিয়া, ডিমাডি, উজীরপুরাসহ বালু নদের তীর ঘেঁষে বসবাসকারী জেলে সম্প্রদায় অতি কষ্টে দিনাতিপাত করছে। এছাড়া প্রায় ২০০ বিঘা জমিতে ৭-৮ বছর ধরে কোনো প্রকার ফসল ফলানো যাচ্ছেনা। আলকাতরার মতো কালো বিষাক্ত পানিতে মাছ মরে ভেসে উঠে। কোনো মানুষ পানিতে নামতে পারে না। এমনকি গবাদিপশুর গোসল করানোও পর্যন্ত সম্ভব হয় না এই পানিতে।
অভিযুক্ত এএন্ডএ ট্রাউজার লিমিটেড পোশাক কারখানার এডমিন অফিসার আবদুল কাদেরের কাছে জানতে চাইলে এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
রেলওয়ের বিভিন্ন অবকাঠামো ও জমি রক্ষণাবেক্ষণের দায়িত্বরত টঙ্গী অফিসের কর্মকর্তা আই ডাব্লিউ সুপারভাইজার হেলাল উদ্দিন জানান, ‘এএন্ডএ ট্রাউজার লিমিটেড’ কারখানা কর্তৃপক্ষ রেলওয়ের জমি দখল করে পাইপ লাইন বসাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা দেওয়া হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে………..
পূবাইলে কারখানার বর্জ্য পানিতে পথে বসেছে ২০০ পরিবার
কালীগঞ্জে রেলওয়ের সাড়ে ৩ একর জমি প্রাণ আরএফএল’র দখলে!