গাজীপুর

গাজীপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

গাজীপুর কণ্ঠ : ছাড়পত্র ও কোন অনুমোদন ছাড়াই গাজীপুর সিটি করপোরেশন এলাকায় স্থাপিত ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ইটভাটা ৩টির মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

রোববার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের কাউলতিয়া ও বিপ্রবর্তা এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ইট প্রন্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে কাউলতিয়া এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন মের্সাস শাপলা ব্রিকস, কফিল উদ্দিন মালিকানাধীন এনএসবি ব্রিকস ও হানিফ হাওলাদারের এমটিবি ব্রিকস নামক ইটভাটাগুলো ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া।

এছাড়াও ভেকু মেশিন দিয়ে ইটভাটা ৩টি ভেঙ্গে ফেলা হয়। পরে ওই ৩টি ইটভাটা মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। ইটভাটা ৩টিতে ছাড়পত্র ও কোন অনুমোদন না।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক দিলরুবা আক্তার ও শেখ মুজাহিদ, জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া এবং পুলিশ প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, সিটি করপোরেশন বিপ্রবর্তা ও কাউলতিয়া এলাকায় অভিযান চালিয়ে ইট প্রন্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে ৩টি ইটভাটার আগুন নিভিয়ে ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। পরে ইটভাটা মালিকদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button