গাজীপুর
নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়ার ইন্তেকাল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার ভোর ৪ টা ৩৪ মিনিটে চিকিৎসারত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক এবং নাগরী ইউনিয়ন পরিষদের সদস্য বাবলু রোজারিও বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।