আন্তর্জাতিক

‘মুজিব বর্ষ’ উপলক্ষে স্কটল্যান্ডে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্কটল্যান্ড থেকে আইয়ুব সাবের টিপু : ‘মুজিব বর্ষ’ উপলক্ষে স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোতে টাউন হেড ভিলেজ হলে এসিস্টেন্ট হাই কমিশন ম্যানচেষ্টার বাংলাদেশের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারী (রোববার) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

gazipurkontho

প্রতিযোগিতায় অংশ নেয় ৩৮জন শিশু-কিশোর।

এসিস্টেন্ট হাই কমিশন ম্যানচেষ্টার বাংলাদেশ এই পর্যন্ত ইংল্যান্ডের এবারডিন, ম্যানচেষ্টার, ব্রেডফোর্ড, কিটলি এবং লিডস্ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় আগামীতে নিউক্যাসেল, সান্ডারল্যান্ড ও সাউথ সিল্ডে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করবে বলে জানিয়েছেন।

gazipurkontho

আগামী ২১শে মার্চ ম্যানচেষ্টার’এ গ্র্যান্ড সিরিমনির মাধ্যমে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়নে ছিলেন বাংলাদেশ হাই কমিশনের এসিস্টেন্ড হাই কমিশনার আবু নছর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং তাঁর সহধর্মিনী হোসনে আরা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফার্স্ট সচিব মাহমুদা খানম, কনসুলার সহকারী মো: সবুর আহমেদ, পারসোনাল অফিসার মো: নাজমুলহাসান প্রমুখ।

gazipurkontho

সার্বিক সহযোগিতায় ছিলো গ্লাসগো বাংলা সেন্টার।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button