রাশিফল

মিথুনের যাত্রা শুভ, মীনের কর্মক্ষেত্রে সফলতা

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

উত্তেজনার কারণে অপ্রিয় মন্তব্য করে ফেলায় সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখলে উন্নতির সুযোগ পাবেন। যাত্রা যোগে সুফল লাভ হবে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মভাবে আপনার মনে যে সংশয় আছে তা কেটে যাবে। দিনটি শুভ। কর্মক্ষেত্রে দায়িত্ব নিলে সুনাম বাড়বে।

মিথুন: (২২মে – ২১ জুন)
সহকর্মীদের সাথে দূরত্ব মিটিয়ে ফেলতে পারবেন। ব্যবসার কারণে নতুন মানুষের সাথে যোগাযোগ বাড়বে। আর্থিক সমস্যার সমাধান। যাত্রাযোগ্য শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দাম্পত্য যোগ মিশ্র। কর্মক্ষেত্রে শুভ ফল লাভ করতে সক্ষম হবেন। ব্যবসায়ে আর্থিক মন্দা দেখা দিতে পারে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
আর্থিক ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতিরিক্ত ব্যয়ের প্রবণতা বন্ধ করা দরকার। ব্যবসায়ে উন্নতির যোগ আছে। যাত্রা যোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
পথে হয়রানি বা সমস্যার যোগ আছে। যাত্রা করার ক্ষেত্রে সাবধান হওয়া দরকার। দাম্পত্য যোগে ফল। নতুন প্রেমের প্রস্তাবের পক্ষে শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পরিবারের বড়দের শারীরিক সমস্যা নিয়ে চিন্তা বাড়তে পারে। চিকিৎসা নিয়ে সমস্যার সম্ভাবনা আছে। যাত্রাযোগে শুভ ফল লাভ করবেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
সম্পত্তি নিয়ে সমস্যা আপনাকে চিন্তিত রাখবে। আইনি জটিলতা বাড়তে পারে। অর্থযোগে বাধা। কর্মক্ষেত্রে মিশ্র প্রভাব। যাত্রা যোগ মিশ্র।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শিক্ষায় শুভ যোগ বর্তমান। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। যাত্রাযোগ্যে সাফল্য লাভ করবেন। আর্থিকযোগ মোটের উপর শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মানসিক শান্তি লাভ করবেন। তবে পারিবারিক সমস্যায় বিচলিত হতে পারেন। শিক্ষাক্ষেত্রে শুভযোগ বর্তমান। যাত্রা যোগে শুভ ফল লাভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বিশ্বস্ত কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারে। নতুন কাজে বারে বারে বাধা আসবে। যাত্রাযোগ শুভ। পরিবার নিয়ে সমস্যা সমাধান হবে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ইচ্ছা পূরণের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সফলতা লাভ। দাম্পত্য যোগ সুখের। ব্যবসায়ে শ্রীবৃদ্ধি পাবে। মনের মানুষ খুজে পেতে পারেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button