অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মামুন সরদারকে গাজীপুরে পদায়ন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-২) মামুন সরদারকে (১৬৪০৯) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
এছাড়াও একইদিন অপর এক আদেশে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ইলিয়াস মেহেদীকে (১৬৪৯৫) গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন সরদারকে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য: (বিসিএস) ২৮ তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি সহকারী কমিশনার হিসেবে পার্বত্য জেলা রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ও সহকারী কমিশনার ভূমি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি মানিকগঞ্জের সদর উপজেলায় দায়িত্ব পালন করেছেন।
মামুন সরদারের নিজ জেলা শরীয়তপুর।
আরো জানতে……
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াস মেহেদীকে গাজীপুরে পদায়ন
গাজীপুরের এডিএম মো: শাহীনুর ইসলামকে বিয়াম ফাউন্ডেশনে পদায়ন
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মশিউর রহমানকে বদলি