গাজীপুরের এডিএম মো: শাহীনুর ইসলামকে বিয়াম ফাউন্ডেশনে পদায়ন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো: শাহীনুর ইসলামকে (১৬০৭৭) বিয়াম ফাউন্ডেশনে সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ০৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোহাম্মদ মশিউর রহমানকে (১৫৯৬৮) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো: শাহীনুর ইসলামকে বদলি পূর্বক বিয়াম ফাউন্ডেশনের সহকারী পরিচালক হিসেবে প্রেষনে নিয়োগ দেওয়া হয়েছে ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
উল্লেখ্য : ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীনুর ইসলামকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে পদায়ন করা হয়েছিল।
এরপর ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তিনি গাজীপুরে যোগদান করেছিলেন।
পরবর্তীতে ০৩ এপ্রিল গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে মো: শাহীনুর ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
(বিসিএস) ২৭ তম ব্যাচের এই কর্মকর্তা ২০০৮ সালের ১৬ নভেম্বর প্রশাসন ক্যাডারে যোগদান করেছিলেন। ২০১১ সালের ০২নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। ২০১৩ সালে তিনি গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৪ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন। ২০১৭ সালের ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও’র উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেছিলেন। তার নিজ জেলা রংপুরে।
আরো জানতে……
অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে শাহীনুর ইসলাম
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মশিউর রহমানকে বদলি
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসকদের দপ্তরে রদবদল