টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল চেলসি
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : দুই অর্ধে দুই গোলে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল চেলসি।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার জোসে মরিনিয়োর দলকে ২-১ গোলে হারায় ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। বিজয়ীদের হয়ে গোল দুটি করেন অলিভার জিরোদ ও মার্কোস আলনসো। শেষ দিকে টটেনহ্যামের শোধ করা গোলটি আত্মঘাতী থেকে পাওয়া।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার সম্ভাবনা অনেকটা জোরালো করল চেলসি। ২৭ ম্যাচে দলটির পয়েন্ট ৪৪। চার পয়েন্ট কম নিয়ে পঞ্চমস্থানে আছে টটেনহ্যাম।
পঞ্চদশ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন জিরুদ। ম্যাচের পঞ্চদশ মিনিটে রস বার্কলের শট ক্রসবার লেগে ফেরে। ফিরতি বল পেয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ান ফরাসি এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তৃতীয় মিনিটে চেলসিকে দ্বিতীয় গোল এনে দেন আলনসো। রস বার্কলের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে জালে বল জড়ান স্প্যানিশ এই ল্যাফট-ব্যাক।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে এরিক লামেলার শট চেলসির রুডিগারের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান কমলেও পরাজয় এড়াতে পারেনি টটেনহ্যাম।