কাপাসিয়ার নতুন এসি-ল্যান্ড তানভীর ফরহাদ শামীম
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তানভীর ফরহাদ শামীমকে (১৭৯৮৩) পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
এর আগে ২৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার কে এম আল-আমিন স্বাক্ষরিত মাঠ প্রশাসন-১ শাখার এক প্রজ্ঞাপনে তানভীর ফরহাদ শামীমকে সহকারী কমিশনার ভূমি হিসেবে পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
(বিসিএস) ৩৪ ব্যাচের এই কর্মকর্তা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে গোপনীয় শাখায় কর্মরত ছিলেন। তানভীর ফরহাদ শামীমের নিজ জেলা কক্সবাজার।
উল্লেখ্য : গত ১৫ জানুয়ারি (বুধবার) এক প্রজ্ঞাপনে কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানাকে (১৭৩৬৬) সিনিয়র সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
আরো জানতে…
কাপাসিয়ার এসি-ল্যান্ড নীলিমা রায়হানাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন