গাজীপুর

টঙ্গীতে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬৩তম জন্মদিন উদযাপন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘হাসি খুশী সেবার মন, স্কাউটিং এর মূলধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের বর্ণাঢ্য আয়োজনে টঙ্গী সরকারী কলেজে নানা আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬৩ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

জন্মদিন উদযাপন উপলক্ষ্যে শনিবার সকালে টঙ্গী সরকারী কলেজে আলোচনা সভা, কেক কাটা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, স্কাউটের জনক রবার্ট লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর এদিন বিশ্ব স্কাউট দিবস পালন করে থাকেন রোভার স্কাউটের সদস্যরা। এরই ধারাবাহিকতায় রবার্ট লর্ড ব্যাডেনের ১৬৩তম গাজীপুরেও নানা কর্মসূচী পালন করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী সরকারী কলেজের অধ্যক্ষ ও গাজীপুর জেলা রোভার কমিশনার অধ্যাপক রফিকুল ইসলাম। এসময় গাজীপুরে জেলা রোভারের যুগ্ম সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ্ অধ্যাপক সারোয়ার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে টঙ্গী সরকারী কলেজ থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষীন শেষে কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, ব্রিটিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রেুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ সালে স্কাউট আন্দোলনের সূত্রপাত ঘটে। এরপর প্রতিবছর ২২ ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

 

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button