ঘরের দরজা বন্ধ করে উচ্চস্বরে গান বাজিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন, স্বামী পলাতক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্বামী-স্ত্রী দু’জনেই পোশাক কারখানায় চাকরি করেন। পারিবারিক কলহের জেরে দরজা বন্ধ করে ঘরের ভেতরে উচ্চস্বরে গান বাজিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে স্বামী পালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম সাথী আক্তার টুম্পা (২২)। টুম্পার স্বামী পলাতক রকি (২৪)। তার বাড়ি পাবনা সদর থানায়। নিহত টুম্পা পাবনার ইশ্বরদী থানার দাপানিয়া এলাকার আব্দুল মান্নানের মেয়ে। তারা স্বামী-স্ত্রী দু’জনেই স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় শেখ জালালের বাসায় ভাড়া থাকতেন টুম্পা তার স্বামী রকি ও তাদের ২ বছর বয়সী একমাত্র পুত্র সায়েম। পারিবারিক কলহের জেরে সকালে বাগবিতণ্ডার এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে উচ্চস্বরে গান বাজিয়ে ধারালো অস্ত্র দিয়ে টুম্পাকে কুপিয়ে গুরুতর জখম করে তার স্বামী রকি। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় টুম্পাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী বাড়ির আরেক ভাড়াটিয়া সুজন বলেন, সকালে দুইজন এক সাথে নাস্তা খেয়ে ঘরের দরজা বন্ধ করে গান শুনছিলো। হঠাৎ ঘরের ভিতরে চিৎকার শুনে আমি বের হয়ে আসি এবং দেখতে পাই রক্তাক্ত অবস্থায় সাথী ঘরের মেঝেতে পরে আছে। আমি সাথে সাথে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানাই এবং গুরুতর অবস্থায় সাথীকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এই সুযোগে রকি দ্রুত পালিয়ে যায়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় রক্ত মাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী দু’জনে পোশাক কারখানায় চাকরি করতেন। তবে গত দুই মাস ধরে তারা দু’জন বেকার ছিলেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মজুমদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।