শিক্ষাযোগ শুভ মিথুনের, মকরের ব্যবসা শুভ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। কর্মভাবে সহকর্মীর দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারেন। আর্থিক যোগ শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মে শুভফল লাভ। ব্যবসায় আর্থিক সমস্যা সমাধান। শিক্ষাযোগ শুভ। শারীরিক সমস্যার শঙ্কা।
মিথুন: (২২মে – ২১ জুন)
শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগে বাধা। কর্মক্ষেত্রে উন্নতি। শারীরিক সমস্যার যোগ। আর্থিকযোগ শুভ।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্মেক্ষেত্রে শুভ। আর্থিকযোগে বাধা আসতে পারে। ব্যবসার শুভ যোগের সম্ভাবনা। বিদেশ ভ্রমনের সম্ভবনা।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মে উন্নতি। শিক্ষায় সাফল্য। শারীরিক সমস্যার সমাধান। যাত্রাযোগে শুভ ফল। বিশেষ যাত্রার সম্ভাবনা। আর্থিক যোগ শুভ।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
গোপন শত্রুর আবির্ভাব। পেছন থেকে শত্রুতা। নতুন কাজ শুরু। ব্যবসায় উন্নতি। শিক্ষায় শুভ। ধার্মিক অনুষ্ঠানে অংশ গ্রহণ। যাত্রা শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পারিবারে কনিষ্ঠর কর্মে বিড়ম্বনা। কর্মে উন্নতি। ব্যবসা সমস্যা। পারিবারিক ভ্রমণ। যাত্রা শুভ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে হতাশা। ব্যবসায় উন্নতি। নতুন মানুষের সঙ্গে নতুন বন্ধুত্ব। যাত্রা শুভ।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেমের প্রস্তাব পেতে পারেন। দাম্পত্য জীবনে সমস্যা। যাত্রাযোগ শুভ। বিদেশ ভ্রমণের জট কাটতে পারে। কর্মক্ষেত্রে বিতর্ক। অর্থে শুভ। হাড়ের সমস্যা।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পরিবারের সঙ্গে বিনোদনের সুবিধা। পরিবারের সঙ্গে আনন্দ। কর্মক্ষেত্রে শুভ খবর। ব্যবসার ক্ষেত্রে শুভ। যাত্রা শুভ।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কর্মক্ষেত্রের বাইরের সমস্যা কাজে প্রভাব বিস্তার করতে পারে। নতুন সমস্যার শুরু। যাত্রায় বাধা। পথে আঘাত। আর্থিক যোগ মিশ্র।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মে সমস্যার সমাধান হবে। দাম্পত্য সুখ। পারিবারিক ক্ষেত্রে শুভ ফল। আর্থিক যোগ মিশ্র। যাত্রা শুভ। ধর্ম কাজে মন।