রাশিফল

ধনুর ব্যবসায়ে মুনাফা বৃদ্ধি, কুম্ভের যাত্রায় বাধা

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মযোগে শুভ ফল লাভের ইঙ্গিত। পরিশ্রমী এবং ধৈর্যশীল মানুষদের সফলতার যোগ বর্তমান। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আর্থিক যোগে বাধা। ব্যবসায়ে সমস্যার যোগ বর্তমানে বিরাজ করছে। শিক্ষাক্ষেত্রে সমস্যার সাময়িক সমাধান।

মিথুন: (২২মে – ২১ জুন)
কর্মে উন্নতি। অংশীদারী ব্যবসায়ে সমস্যার সমাধান। শিক্ষার উদ্দেশ্যে বিদেশ যাত্রা। পথে ভোগান্তি।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পথে সমস্যার সম্মুখীন। বিদেশ যাত্রায় সাময়িক বাধা। কর্মে নতুন দিক উন্মোচন। ব্যবসায়ে উন্নতি। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মে উন্নতি। ব্যবসায়ে সমস্যা। হাড়জনিত রোগে ভোগান্তি। বন্ধুর সাহায্যে পুরোনো কিছু প্রাপ্তি। যাত্রাযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কর্মে বাধা-বিপত্তি কাটিয়ে নতুনভাবে শুরু। ব্যবসায়ে আর্থিক ক্ষতি। শিক্ষাক্ষেত্রে সাফল্য। দাম্পত্যে মান-অভিমান। চিকিৎসায় সাড়া।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
আত্মীয়দের মধ্যে গোপন শত্রু মাথা চাড়া দিতে পারে। দাম্পত্য সুখ। কর্মে বাধা। ব্যবসায়ে উন্নতি। ভ্রমণের যোগ। চিকিৎসায় অর্থ খরচ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবারের সাথে বিনোদনমূলক বিদেশ ভ্রমণ। কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য। পারিবারিক সমস্যার সমাধান। ব্যবসায়ে উন্নতি। চোখের সমস্যা ভোগান্তি। পথে ভোগান্তি।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির মতামতের কারণে সমস্যা। সংসারে মতবিরোধ। শিক্ষা শুভ। কর্মে উন্নতি। ব্যবসায়ে মুনাফা বৃদ্ধি।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কর্মক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকা দরকার। শত্রুর আবির্ভাব। নতুন ব্যবসায়ে লাভ। কাজে উন্নতি। পরিবারে শান্তি। প্রেমে বাধা। দাম্পত্যে সমস্যা। ভ্রমণের যোগ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে। দাম্পত্যে সুখ। কর্মে উন্নতি। ব্যবসায়ে লাভ। শিক্ষা শুভ। পথে আঘাতের যোগ। যাত্রাযোগে বাধা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্মে শুভ খবর আসতে পারে। তবে পারিবারিক সমস্যা কাজে প্রভাব ফেলবে। ব্যবসায়ে উন্নতি। আর্থিক যোগ শুভ। বন্ধু লাভ। ভ্রমণের যোগ।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button