জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ৯ মাদকসেবীর জরিমানা ও কারাদণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রেলওয়ে জংশন ও কেরানীর টেক বস্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯ হাজার ৩ শত টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ‘জেলা প্রশাসক গাজীপুর’ আইডিতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে বিভিন্ন ধারায় ইয়াবা, গাঁজা, লুপিজেসিক ইনজেকশন ব্যবহার ও বিক্রয় করার অপরাধে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে গাঁজা, ইনজেকশন ও ইয়াবা জব্দ করা হয়। এছাড়াও ছিনতাই কাজে ব্যবহৃত একটি পুলিশ জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যরা।