পচা শামুকে পা কাটলো রিয়াল
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : একেই বলে পচা শামুকে পা কাটা! যে দলটির বিপক্ষে বড় জয়ের অপেক্ষায় ছিল দল, সেখানেই কীনা ছন্দ পতন! নিজেদের মাঠেই মাথা নীচু করে মাঠ ছাড়তে হলো রিয়াল মাদ্রিদের। সেল্টা ভিগোর বিপক্ষে পয়েন্ট হারাল ফেভারিটরা।
রোববার সান্টিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে রিয়াল। লিগে টানা পাঁচ জয়ের পর ড্র দেখল জিনেদিন জিদানের দল।
এর পথ ধরেই ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৫২ পয়েন্ট নিয়ে এরপরই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে গেতাফে। আতলেতিকো মাদ্রিদের অর্জন ৪০ পয়েন্ট। মাত্র ২১ পয়েন্ট নিয়ে সপ্তদশ স্থানে সেল্টা।
উত্তেজনা ছড়ানো ম্যাচে ফিওদর স্মলভের গোলে লিড নেয় সেল্টা। এরপর দ্বিতীয়ার্ধে টনি ক্রুস ও সার্জিও রামোসের গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু ৮৫তম মিনিটে এসে সমতা ফেরান সান্তি মিনা।
পয়েন্ট হারালেও ম্যাচের পুরোটা সময় দাপট ছিল রিয়ালেরই। কিন্তু নিশানা খুঁজে নিতে বিপাকে পড়তে হয় তাদের।
খেলার ৭ মিনিটে এগিয়ে যায় সেল্টা। থিবো কোর্তোয়াকে বোকা বানিয়ে বল জালে পাঠান স্মলভ। এরপর ৫২তম মিনিটে সমতা ফেরান টনি ক্রুকস। ৬৫তম মিনিটে রামোসের স্পটকিকে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি। ৮৫তম মিনিটে দেনিস সুয়ারেসের পাস থেকে বল পেয়ে গোল সান্তি মিনার। রাতটাই যেন বিফলে গেল রিয়ালের।