সিংহ পাবেন প্রশংসা, কন্যার দিন ভালো নয়
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ–২০ এপ্রিল)
পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে। কর্মে হতাশা দেখা দিতে পারে। দৈনন্দিন কাজগুলি আপনার পরিকল্পনা মাফিক নাও হতে পারে।
বৃষ: (২১ এপ্রিল–২১ মে)
সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত বিষয় বা প্রেম নিয়ে আলোচনা করবেন না। কঠোর পরিশ্রমের পর আশানুরূপ ফল নাও পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের প্রবল সম্ভাবনা রয়েছে।
মিথুন: (২২মে–২১ জুন)
চেষ্টা করুন বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে। অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা আছে। শারীরিক অসুস্থতার কারণেই খরচ বাড়তে পারে। সম্মান ক্ষুণ্ণ হতে পারে।
কর্কট: (২২ জুন–২২ জুলাই)
সমস্যার সমাধানের ফলে শান্তি পেতে পারেন। শারীরিকভাবে দুর্বল থাকায় কাজে সেরাটা দিতে পারবেন না। সহকর্মীদের মতবিরোধ তৈরি হবে। কর্মক্ষেত্রে অবস্থার উন্নতি হবে।
সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
নতুন প্রকল্পের কাজ শুরু করতে পারেন। কাজের জন্য প্রশংসা পেতে পারেন। বন্ধুদের মাধ্যমে লাভ। গৃহের পরিবেশকে বন্ধুত্বপূর্ণ ও সহায়ক করে তোলার জন্য উদ্যোগ নেবেন।
কন্যা: (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)
ঝুঁকিপূর্ণ ঘটনাগুলো এড়িয়ে চলুন। নতুন কাজ শুরু করার জন্য দিনটি ভালো নয়। অতিরিক্ত দুশ্চিন্তা করতে পারেন। বিশেষ কারণে অধিক পরিশ্রম করতে হতে পারে। যাতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)
কর্মভাবে পরিস্থিতি কঠিন হতে পারে। মতবিরোধ ও বিবাদ এড়িয়ে চলুন। সহকর্মীর সম্পর্কে খারাপ মন্তব্য করে ফেলতেন পারে।
বৃশ্চিক: (২৪ অক্টোবর–২২ নভেম্বর)
আয়ের কিছুটা অংশ আজ বিলাসের জন্য খরচ করতে পারেন। বিদেশে বসবাসকারী ভাইবোন ও বন্ধুদের সঙ্গে পুনরায় যোগাযোগ করে আনন্দ পাবেন। তাদের কাছ থেকে কোনও সুসংবাদও পেতে পারেন।
ধনু: (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর)
মিষ্টি কথা বলে কারোর প্রতি ক্ষোভ প্রকাশ করতে পারেন। ভ্রমণের সম্ভাবনা। আর্থিক যোগ শুভ। তবে ব্যয়ের ভাবও প্রকট হবে।
মকর: (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
কর্মভাবে প্রাপ্তি হতে পারে। সহকর্মী দ্বারা বিরক্ত হতে পারেন। আইনি কাজে হাত দেওয়ার আগে ভালো করে বিবেচনা করুন।
কুম্ভ: (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
কাজ শুরু করার আগে পরিকল্পনাতে ব্যাঘাত ঘটতে পারে। নতুন কোনও প্রকল্প আজ শুরু করতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন।
মীন: (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
বাড়ির পরিবেশ যথেষ্ট প্রাণবন্ত থাকবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। কর্মভাবে ভুল করে ফেলতে পারেন।