আলোচিত
কর ফাঁকি দেওয়া বিদেশিদের খুঁজে বের করার নির্দেশ দুদক চেয়ারম্যানের
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের খুঁজে বের করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিসিএন কর অ্যাকাডেমি মিলনায়তনে দুদক ও এনবিআর কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সে এ নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস কর অ্যাকাডেমির মহাপরিচালক মো. লুৎফুল আজীম।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ নিয়ে ইকবাল মাহমুদ বলেন, কেউ যাতে কর ফাঁকি দিতে না পারে, জনগণের অর্থ আত্মসাৎ করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।