শ্রীপুরে স্বামীকে হত্যার পর ৬ টুকরো করে স্ত্রী!
গাজীপুর কণ্ঠ : শ্রীপুরে রফিকুল ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিককে হত্যার পর দুই হাত, দুই পা এবং মাথা বিচ্ছিন্ন করে দেহ বস্তাবন্দি করে বাঁশঝাড়ে ফেলে রাখে স্ত্রী।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী গিলারচালা এলাকার মেঘনা কম্পোজিট কারখানার সীমানা প্রাচীরের বাইরের একটি বাঁশঝাড়ে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী জেবুন নেছাকে (২৭) আটক করা হয়েছে। পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান, শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম।
নিহত রফিকুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর উপজেলার উলামাকান্দা গ্রামের আব্দুল লতিফের ছেলে। জেবুন নেছা একই উপজেলার উলমাকন্দি গ্রামের চাঁন মিয়ার মেয়ে।
তিনি গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার আতিকুল ইসলাম ভূট্টুর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় হাউ আর ইউ পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল বাহার জানান, সকালে গিলারচালা এলাকায় মেঘনা কম্পোজিট কারখানার সীমানা প্রাচীরের বাইরে একটি বাঁশঝাড়ে রক্তমাখা বস্তা দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে বস্তা উদ্ধার করে মাথা ও দুই হাতের কনুই বিচ্ছিন্ন লাশ পায়। আর নিহতের বাড়ির ময়লার ড্রাম থেকে দুই হাত, দুই পা এবং বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।