গাজীপুর

শিক্ষার্থীর ফরম পূরণ না করেই এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র ইস্যু!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ না করেও এক শিক্ষার্থী  নামে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।

মো. সাঈদ আহমেদ নামের ওই শিক্ষার্থী রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

রাণী বিলাসমনি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনা বেগম বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ২০১৮ সালে ৯ম শ্রেণিতে বিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে সাঈদ আহমেদের রেজিস্ট্রেশন হয়। স্বাভাবিক নিয়মে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পরবর্তী বছরেও তাকে (২০১৯ সাল) ১০ম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হয়নি। ২০১৯ সালে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে সে উত্তীর্ণ হয় এবং চলতি বছর সে ১০ম শ্রেণিতে ভর্তি হয়। ১০ম শ্রেণিতে (বিজ্ঞান বিভাগ) তার ক্লাস রোল ৫১।

কিন্তু ২০১৯ সালের নভেম্বরে এবারের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের তথ্য কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় তালিকায় ভুলবশত সাঈদের নামও বোর্ডে চলে যায়। ওই বছরের ১৩ নভেম্বর তার পরীক্ষার ফি-ও ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে পরীক্ষার ফরম ফিলাপ না করেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী হিসেবে তার প্রবেশপত্রসহ ৩৭৩ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু করে স্কুলে পাঠায় বোর্ড কর্তৃপক্ষ। তবে প্রবেশপত্রটি শেষ পর্যন্ত সাঈদ আহমেদকে সরবরাহ করা হয়নি।

প্রধান শিক্ষক আরও জানান, বিষয়টি নজরে আসার পর রেজিস্ট্রেশনের দায়িত্বে থাকা স্কুলের সহকারি শিক্ষক (ইংরেজী) মোজাম্মেল হক মোল্লাকে ওই ফরমের টাকা ভর্তুকি দিতে হয়েছে এবং তাকে শ্রেণি শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাঈদের এক সহপাঠী বন্ধু সাংবাদিকদের জানায়, “আমাদের প্রবেশ পত্রের সঙ্গে সাঈদের প্রবেশপত্রটি দেখার পর বিষয়টি তাকে জানানো হয়। সাঈদ আমাদেরকে জানায়, আমি তো এসএসসি পরীক্ষার ফরমই পূরণ করিনি। কিভাবে আমার নামে প্রবেশপত্র ইস্যু হলো জানি না।”

এদিকে, স্কুলের সহকারি শিক্ষক মোজাম্মেল হক মোল্লা সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের নাম ফরমে ইনপুট দেওয়ার সময় তিনি স্কুলে ছিলেন না। তবে এজন্য ২১০০ টাকা ভর্তুকি দিতে হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং ওই স্কুলের ভর্তি কমিটির সভাপতি এস এম তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষয়টি আমার জানা নেই, খতিয়ে দেখা হবে। ঘটনা সঠিক হলে জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button