রাশিফল

যাত্রা শুভ মেষের, আর্থিক ক্ষতির শঙ্কা মীনের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
কর্মক্ষেত্রে উন্নতির বাধা কাটতে পারে। কর্মভাবে সমস্যার জেরে মানসিক দুশ্চিন্তা। শারীরিক সমস্যার শঙ্কা। ভ্রমণের যোগ। যাত্রা যোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
পরিবারের সাথে সমস্যা। শিক্ষা ক্ষেত্রে বাধা। কর্মে মিশ্র প্রভাব। কারো সুপারিশে সমস্যার সমাধান। আর্থিক লাভ।

মিথুন: (২২মে – ২১ জুন)
বন্ধুর পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান। প্রেমের ক্ষেত্রে বাধা মুক্তি। কর্মক্ষেত্রে শুভ যোগ। শিক্ষাক্ষেত্রে মিশ্র ফল। বিদেশ ভ্রমণের সমস্যা থেকে মুক্তি। যাত্রা যোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কর্ম সমস্যা নিয়ে বাইরে আলোচনা না করাই ভালো। জমায়েত বা অনুষ্ঠানে নতুন বন্ধুর সঙ্গে পরিচয়। ব্যবসায় সমস্যার সমাধান।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কর্মক্ষেত্রের সমস্যা নিয়ে চিন্তা। ব্যবসায় আর্থিক সমস্যা। অর্থযোগ শুভ। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা। উপহার লাভ। যাত্রা যোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
রেগে গিয়ে কোনো কাজ করার মাসুল পরে গুণতে হতে পারে। শিক্ষাযোগে বাধা। ব্যবসায় শুভ যোগ। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পরিবারে সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান। আইনি জটিলতা থেকে মুক্তি। আর্থিক সমস্যার সমাধান। যাত্রাযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
কর্মে উন্নতিতে সহকর্মীর বাধা। পরিবারে মতবিরোধ। সন্তানের শিক্ষা নিয়ে চিন্তা। শারীরিক সমস্যার সমাধান।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে সফলতা। পরিবারে প্রেম নিয়ে মতের পরিবর্তন। কর্মক্ষেত্র শুভ। যাত্রাযোগে সমস্যা।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শিক্ষা নিয়ে সমস্যার সমাধান। বিনোদনের যোগ। আর্থিক যোগ শুভ। কর্মে সফলতার সম্ভাবনা। আইনি সমস্যার সমাধান। যাত্রা যোগে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বন্ধুর সহযোগিতা। কর্মে উন্নতি। আর্থিক যোগ শুভ। শিক্ষা শুভ। নতুন কাজের সন্ধান। যাত্রাযোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
উন্নতির পথে বাধা হতে পারে কোনো বন্ধু। আর্থিক ক্ষতি। শিক্ষায় শুভ ফল। ভ্রমণের বাধা মুক্তি। শারীরিক সমস্যার সমাধান। যাত্রাযোগে বাধা বর্তমান।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button